
(চট্টগ্রাম যাবার আগে আমার মেঝ খালামনির কোলে)
আজ ১৩ই জুলাই ২০১৬ তারিখ শনিবার রাফসান দুপুর ১ঃ১৫ মিনিটে , দাদি, বড়চাচা, বাবা, ছোট চাচী আর ছোট খালার সাথে
আল্লাহর রহমতে নানাবাড়ির সবাইকে কাদিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হলো। দুপুর ৩টায় ফ্লাইট। সবাই দোয়া কর যেন ওরা সবাই নিরাপদে গন্তব্যা পৌছায়। রাফসান ইনশাল্লাহ আবার কিছুদিন পরে ফিরে আসবে ঢাকা-চট্টগ্রামের মধ্যে সেতু হয়ে।
বিকেল ৫টায় তারা চট্টগ্রামে পৌচেছে।
No comments:
Post a Comment